প্রকাশ :
চলতি বছর জানুয়ারিতে শেয়ার বাজারে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের পর প্রায় দুই মাসের ব্যবধানে শেয়ারধারী বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে ৪৩ হাজার ৩৪০টি। তবে একই সময়ে কোনো শেয়ার না থাকা বিও হিসাবের সংখ্যা বেড়েছে ৫০ হাজার ৯৭৭টি।
আখি/৩০/২৪